ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় চরমপন্থিদের হামলা, নিহত ৬৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
নাইজেরিয়ায় চরমপন্থিদের হামলা, নিহত ৬৫ নাইজেরিয়ায় চরমপন্থিদের হামলা, নিহত ৬৫

ঢাকা: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি গ্রামে চরমপন্থিদের হামলায় অন্তত ৬৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন।

সোমবার (২৯ জুলাই) দেশটির কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শনিবার (২০ জুলাই) বোর্নো রাজ্যের রাজধানী মাইদুগুড়ির নিকটবর্তী নগানজাই জেলায় একটি শেষকৃত্যের আয়োজন চলছিল।

এ সময় হঠাৎ বন্দুকধারী চরমপন্থিরা শেষকৃত্যে উপস্থিত থাকা লোকজনের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে ৬৫ জনের মৃত্যু হয়। এছাড়া আহত হয় আরও ১০ জন। তাদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সরকারি কর্মকর্তা মোহাম্মদ বুলামা জানান, দু’সপ্তাহ আগে ওই গ্রামবাসীর হাতে বোকো হারামের ১১ সদস্য প্রাণ হারায়।  ধারণা করা হচ্ছে, এ ঘটনার প্রতিশোধ নিতেই তারা এ হামলা চালিয়েছে।

এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি। তিনি এ ঘটনাটি তদন্ত করতে নৌ ও সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।