ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্যারাগ্লাইডিং দুর্ঘটনায় মার্কিন ইউটিউব তারকা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
প্যারাগ্লাইডিং দুর্ঘটনায় মার্কিন ইউটিউব তারকা নিহত

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ইউটিউব তারকা গ্রান্ট থম্পসন প্যারাগ্লাইডিং দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ৩৮ বছর বয়সী এ তারকার পরিবারই তার মৃত্যুর তথ্য দিয়েছে সংবাদমাধ্যমকে।

গত সোমবার (২৯ জুলাই) উতাহ অঙ্গরাজ্যে প্যারাগ্লাইডিংয়ে যাওয়ার পর নিখোঁজ হয়ে যান থম্পসন। পরে তার দেহে থাকা জিপিএস ডিভাইসের মাধ্যমে মঙ্গলবার (৩০ জুলাই) থম্পসনের মরদেহের খোঁজ পান স্বজনরা।

সামাজিক যোগাযোগের প্লাটফর্ম ইউটিউবে ‘দ্য কিং অব র‌্যানডম’ নামে একটি চ্যানেল চালাতেন থম্পসন। তার এই চ্যানেলে সাবস্ক্রাইবার বা নির্দিষ্ট দর্শক ছিল ১১ মিলিয়ন বা ১  কোটি ১০ লাখ। এই চ্যানেলে সঞ্চালনা করে মূলধারার উপস্থাপকদের মতোই তারকাখ্যাতি লাভ করেন থম্পসন।

ওয়াশিংটন কাউন্টির প্রশাসনিক প্রধান এক বার্তায় জানান, উদ্ধারকারী বাহিনী থম্পসনের প্যারাগ্লাইডিংয়ে ব্যবহৃত সরঞ্জাম এবং তার ভিডিও রেকর্ডিংয়ের ডিভাইস উদ্ধার করেছে। ওই ডিভাইসের মাধ্যমে দুর্ঘটনার বিষয়টি জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।