ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে পাকিস্তানি গুপ্তচর অভিযোগে আটক ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৯
ভারতে পাকিস্তানি গুপ্তচর অভিযোগে আটক ৩ গুপ্তচর সন্দেহে আটক তিন জন। ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিন জনকে আটক করা হয়েছে। তারা হরিয়ানার হিসার সেনাক্যাম্পে নজরদারি করছিলেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, অভিযুক্ত তিন জন হিসার ক্যান্টনমেন্টে একটি সিভিল কনস্ট্রাকশন ফার্মের হয়ে কাজ করছিলেন। গত বৃহস্পতিবার (১ আগস্ট) তাদের আটক করা হয়।

ওই তিন জনের মোবাইলে সেনাক্যাম্পের ছবি, ভিডিও ও সৈন্যদের দৈনন্দিন রুটিন সম্পর্কিত তথ্য পাওয়া গেছে।  

তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাকিস্তানি এজেন্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন বলে দাবি করেছে ভারতীয় পুলিশ।  

আটক তিন জনই উত্তর প্রদেশের বাসিন্দা। তারা হলেন মুজাফফরনগরের মাহতাব (২৮) ও রাগিব (৩৪) এবং শামলির খালিদ (২৫)।  

হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।