ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় রকেট পরীক্ষাকালে ৫ জনের রহস্যজনক মৃত্যু 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
রাশিয়ায় রকেট পরীক্ষাকালে ৫ জনের রহস্যজনক মৃত্যু 

রাশিয়ার উত্তরাঞ্চলে আর্চেঞ্জেলস্ক শহরের একটি সামরিক স্থাপনায় রকেট পরীক্ষাকালে দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিন ব্যক্তি আহত হয়েছেন বলে দেশটির পারমাণবিক সংস্থা রোসাটোম জানিয়েছে।

শনিবার (১০ আগস্ট) আর্চেঞ্জেলস্কের ন্যানোস্কা অঞ্চলে একটি লিকুইড প্রপেলান্ট রকেট ইঞ্জিন পরীক্ষাকালে ওই দুর্ঘটনা ঘটে। রাশিয়ার সংবাদ সংস্থা আরআইএ’র বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এর আগে কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার (০৯ আগস্ট) রকেট ইঞ্জিন বিস্ফোরণের ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন এবং পার্শ্ববর্তী শহরে বিকিরণের মাত্রা বৃদ্ধি পেয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকার হোয়াইট সি খাড়িতে  জাহাজ চলাচল স্থগিত করতে হয়েছে বলেও জানায় তারা।

এদিকে স্থানীয় বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনায় সৃষ্ট বিকিরণের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে ওই অঞ্চলের বাসিন্দারা বর্তমানে আয়োডিন সংগ্রহে ছুটছে।

যদিও শুরুতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় যে, এতে বায়ুমণ্ডলে কোনো ক্ষতিকর রাসায়নিক নির্গত হয়নি। বায়ুমণ্ডলে বিকিরণের হারও অপরিবর্তিত। দুর্ঘটনার ব্যাপারেও বিস্তারিত কিছু জানায়নি তারা।  

অন্যদিকে পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা গ্রিনপিস এমার্জেন্সি মন্ত্রণালায়ের তথ্য সূত্রে জানিয়েছে, এ দুর্ঘটনায় নোনোস্কার ৩০ কিলোমিটার দূরবর্তী সেভেরোভিন্সক অঞ্চলের বায়ুমণ্ডলে স্বাভাবিকের চেয়ে ২০ গুণ বেশি বিকিরণের সৃষ্টি হয়েছে।

রাশিয়ার স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সম্ভবত ন্যানোস্কার একটি গ্রামের অস্ত্র পরীক্ষা কেন্দ্রে ওই দুর্ঘটনা ঘটেছে। কেন্দ্রটিতে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলসহ বিভিন্ন অস্ত্রের পরীক্ষা চালানো হয়।  

বাংলাদেশ সময়: ০৬০৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।