ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিয়ানমারে ভূমিধসে ৩২ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
মিয়ানমারে ভূমিধসে ৩২ জনের প্রাণহানি

ঢাকা: মিয়ানমারের মুন রাজ্যে ভূমিধসে এখন পর্যন্ত ৩২ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে অন্তত ৪৭ জনকে।

শনিবার (১০ আগস্ট) দেশটির ফায়ার সার্ভিস বিভাগের বরাতে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দেশটির মুন রাজ্যে শুক্রবার (০৯ আগস্ট) হওয়া ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের প্রাণহানি হয়েছে বলে শনিবার জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস বিভাগ।

 

মুন রাজ্যের পং শহরের প্রশাসক উ জা ম অং জানান, সর্বশেষ শনিবার সকালে আরও সাতজনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে ৩২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

দেশটির ফায়ার সার্ভিস বিভাগ জানায়, এখনও উদ্ধার কাজ চলছে। এ ঘটনায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, মুন রাজ্যের পং, মাওলামিয়াইন, মুদন, থানবিয়ুযায়াত, কিয়াইকমারাও ও ইয়ে শহর প্লাবিত হয়ে গেছে। এ ঘটনায় সেখানকার স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। ব্যাঘাত ঘটেছে যোগাযোগ ব্যবস্থাতেও।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।