ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এক অটোরিকশায় ২৪ জন, দাবি ‘বিশ্বরেকর্ড’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৯
এক অটোরিকশায় ২৪ জন, দাবি ‘বিশ্বরেকর্ড’ অটোরিকশা থেকে বেরিয়ে আসছেন যাত্রীরা। ছবি: সংগৃহীত

ঢাকা: একটি অটোরিকশায় সর্বোচ্চ কতজন যাত্রী উঠতে পারে? বেশিরভাগই হয়তো বলবেন, ১০-১২ জন। কিন্তু, সে ধারণাকে ভুল প্রমাণ করেছে ভাইরাল হওয়া এক ভিডিও। দেড় মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, অটোরিকশা থেকে একে একে ২৪ জন নারী-শিশু বেরিয়ে আসছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে ভিডিওটি

জানা যায়, ঘটনাটি ভারতের তেলেঙ্গানা রাজ্যের ভঙ্গির এলাকার।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের কর্মী আশিষ পাণ্ডে ভিডিওটি প্রথম টুইটারে শেয়ার করেন। এরপর দ্রুতই সেটি ছড়িয়ে পড়ে অন্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ সংবাদমাধ্যমগুলোতেও। অনেকেই এটিকে বিশ্বরেকর্ড বলে দাবি করেছেন।

তবে, ভারতের নতুন মোটরযান বিলের কথাও উল্লেখ করে একজন লিখেছেন, আইন অনুযায়ী একেকজন অতিরিক্ত যাত্রীর জন্য এক হাজার রুপি জরিমানা দিতে হলে ওই চালকের কী অবস্থা হবে বলেন তো! ভাড়ার টাকা থাকবে?

ভিডিওটি নিয়ে বেশিরভাগ মানুষ হাসি-ঠাট্টা করলেও ভারতে বিপুল সংখ্যক সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে অতিরিক্ত যাত্রীবহনের কথাও উল্লেখ করেছেন কেউ কেউ। সরকারি তথ্যমতে, দেশটিতে প্রতিঘণ্টায় ১৬ জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান, আহত হন অন্তত ৫৩ জন।

বাংলাদেশ সময়: ০৮২২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।