ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

খাবার দিতে দেরি করায় ওয়েটারকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
খাবার দিতে দেরি করায় ওয়েটারকে গুলি করে হত্যা রেস্টুরেন্টটি কয়েকদিন আগেই চালু হয়। ছবি: সংগৃহীত

ঢাকা: খিদেপেটে স্যান্ডউইচের অর্ডার দিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু, খাবার দিতে কিছুটা বেশি সময় লাগায় ওয়েটারকে সরাসরি গুলিই করে বসেন তিনি। শেষ পর্যন্ত মারা গেছেন ওই দুর্ভাগা ব্যক্তি।

গত শুক্রবার (১৭ আগস্ট) ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি রেস্টুরেন্টে ঘটেছে মর্মান্তিক এ ঘটনা।

নিহত ব্যক্তির সহকর্মীরা জানান, খাবার তৈরি হতে কিছুটা বেশি সময় লাগায় আক্রমণাত্মক হয়ে ওয়েটারের কাঁধে গুলি করেন কাস্টমার।

এতে ঘটনাস্থলেই মারা যান ২৮ বছর বয়সী ওই যুবক।   

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হত্যাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে এখনো আটক করা যায়নি।

এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।