ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সন্তান না হওয়ার শোকে ভারতীয় দম্পতির আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
সন্তান না হওয়ার শোকে ভারতীয় দম্পতির আত্মহত্যা

ঢাকা: একটি ফুটফুটে সন্তান এসে ঘর আলোকিত করবে, এমনটিই আশা করেন প্রত্যেক দম্পতি। তবে সেই আশা পূরণ হচ্ছিল না ভারতীয় এক দম্পতির। সন্তান না হওয়ায় হতাশ হয়ে শেষমেশ তারা আত্মহত্যা করে বসেন।

রোববার (১৮ আগস্ট) পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ভারতের উড়িষ্যার রোরকেলায় নিজ বাসভবনে আত্মহত্যা করেছেন ন্যাশনাল ইন্সটিটিউট অব টেকনোলজি’র সহযোগী অধ্যাপক রাসু জায়বালান ও তার স্ত্রী।

তাদের ঘর থেকে একটি সুইসাউড নোট উদ্ধার করেছে পুলিশ। যেখানে ‘সন্তান নিতে ব্যর্থ হওয়ায় হতাশ হয়ে আত্মহত্যা’র কথা উল্লেখ রয়েছে।

রোরকেলার পুলিশ সুপার (এসপি) সার্থক সারাঙ্গি বলেন, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সেখানে লিখা রয়েছে, সন্তান নিতে ব্যর্থ হওয়ায় তারা হতাশায় ভুগছিলেন।  

ন্যাশনাল ইন্সটিটিউট অব টেকনোলজি’র লাইফ সাইন্স বিভাগে অধ্যাপনা করতেন রাসু জয়বালান।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।