ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে ফের সেনা-বিক্ষোভকারী সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
কাশ্মীরে ফের সেনা-বিক্ষোভকারী সংঘর্ষ

ভারত অধ্যুষিত কাশ্মীরে সঙ্কট দিন দিন ঘনীভূত হচ্ছে। উপত্যকা জুড়ে ছড়িয়ে পড়ছে ক্ষোভের আগুন। এরই মধ্যে এ অঞ্চলের প্রধান শহর শ্রীনগরে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।

শুক্রবার (২৩ আগস্ট) জুমার নামাজ শেষে শহরের সাউরা এলাকায় বিক্ষোভকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নারী-পুরুষ নির্বিশেষে শত শত মানুষ এ বিক্ষোভে অংশ নেন।

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, বিক্ষোভকারীরা এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর উদ্দেশে পাথর ছুড়তে শুরু করে। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ করতে পাল্টা কাঁদানে গ্যাস ও গুলি ছোড়ে। এতে বিক্ষোভকারীও নিরাপত্তা বাহিনীর মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে।

বিবিসির সংবাদদাতা আমির পীরজাদা ঘটনাস্থল থেকে জানান, এ সহিংসতায় ঠিক কতো জন হতাহত হয়েছেন তা স্পষ্ট নয়। কেননা গ্রেফতারের ভয়ে আহতদের অনেকেই চিকিৎসা নিতে হাসপাতালেও যাননি। তবে অন্তত দু’জন আহত বলে নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে গুলিতে আহত একজনের চোখ দিয়ে রক্ত ঝরছিল, অপরজনে কাঁধে জখম হয়েছে।  

শ্রীনগরের সাউরা অঞ্চলে দিনদিন বিক্ষোভের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হচ্ছে। তিন সপ্তাহ আগে ভারত সরকার ‘ভূ-স্বর্গ’ বলে খ্যাত এ উপত্যকার বিশেষ মর্যাদা রদের ঘোষণা দিলে কাশ্মীরবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বর্তমানে এ অঞ্চলকে কার্যত ব্ল্যাকআউট করে রেখেছে দেশটির সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক সেনা।

এ পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মীসহ এ অঞ্চলের শত শত মানুষকে আটক করা হয়েছে। এছাড়া বেশির ভাগ এলাকা এখনও যোগাযোগ বিচ্ছিন্ন।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।