ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোয় ‘গণকবরে’ মিললো ৫০ মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
মেক্সিকোয় ‘গণকবরে’ মিললো ৫০ মরদেহ সেপ্টেম্বরে এক কুয়ার ভেতর থেকে ১১৯টি প্লাস্টিক ব্যাগভর্তি ৪১ ব্যক্তির ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

মেক্সিকোর এক ‘গণকবরে’ কয়েক ডজন প্লাস্টিক ব্যাগের ভেতর থেকে অন্তত ৫০ জনের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

খবরে বলা হয়, চলতি বছরের ২২ নভেম্বর মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় জালিস্কো রাজ্যের গুয়াদালাজারা শহরের বাইরে এক খামারে কয়েক ডজন প্লাস্টিক ব্যাগের ভেতর থেকে ছিন্নভিন্ন মরদেহগুলো উদ্ধার করা হয়।

অবশেষে ফরেনসিক বিশেষজ্ঞরা জানান, সেখানে অন্তত ৫০ জনের মরদেহ রয়েছে।  

এখন পর্যন্ত ১৩ জনকে শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ১২ জন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাদের সবাই ‘নিখোঁজ’ ছিলেন।  

রাজ্যের প্রসিকিউটর জানান, অন্য মরদেহগুলোর পরিচয় শনাক্ত করার জন্য কাজ করছে ফরেনসিক দল।

জালিস্কো রাজ্য মেক্সিকোর কুখ্যাত মাদকচক্রের আবাস, যাদের নেতা ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত নেমেসিও অসেগুরা কারভানতেস। এ রাজ্যে প্রায়ই বিভিন্ন গোপন কবরস্থানে মরদেহ পাওয়া যায়। সাধারণত অপরাধ ও মাদকচক্রের সঙ্গে জড়িতরা হত্যার পর মরদেহ লুকাতে এ জায়গায়গুলো ব্যবহার করে।

চলতি বছরের জুলাই মাসে, প্রসিকিউটররা গুয়াদালাজারা শহরের কাছে এক বাড়ির প্রাঙ্গণে ২১ ব্যক্তির মরদেহ উদ্ধার করেন। মে মাসে, এ রাজ্যের দু’টি আলাদা স্থান থেকে অন্তত ৩৪ ব্যক্তির মরদেহ উদ্ধার করেন তারা। সেপ্টেম্বরে গুয়াদালাজারার কাছে এক কুয়ার ভেতর থেকে ১১৯টি প্লাস্টিক ব্যাগভর্তি ৪১ ব্যক্তির ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে পুলিশ।  

রাজ্যের গভর্নর এনরিক আলফারো বলেন, জালিস্কোর ৭০ শতাংশ হত্যাকাণ্ড বিভিন্ন অপরাধ ও মাদকচক্রের কারণে হয়ে থাকে।

২০০৬ সালে মেক্সিকোয় মাদকযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৪০ হাজার মানুষ ‘নিখোঁজ’ হয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।