বুধবার কৃষ্ণনগরে এক কর্মীসভায় মমতা বলেন, ‘বিজেপি ফেকুদের দল। ওরা কেবল ফেক নিউজ ছড়াতেই পছন্দ করে।
বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর কয়েক দিন আগে মন্তব্য করেছিলেন, ‘বিশ্বাসঘাতকদের গুলি করে দাও। ’ সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় মমতা নাম উল্লেখ না করেই বলেন, ‘কী করে একজন কেন্দ্রীয় মন্ত্রী, যিনি একটি সাংবিধানিক পদে রয়েছেন, তিনি এমন মন্তব্য করতে পারেন। ’
এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও কটাক্ষ করে বক্তব্য দেন মমতা।
তিনি আরও বলেন, ‘আমি ভারতে জন্মেছি। যে দেশ বিজেপি বন্দুক ও বুলেট দিয়ে শাসন করছে সেখানে নয়। ’
তিনি অভিযোগ করেন, বিজেপি জোর করে দেশে সিএএ, এনপিআর ও এনআরসি চালু করতে চেয়ে দেশের ঐক্য নষ্ট করছে।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
এজে