ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে করোনা ভাইরাসে আরো দুই নাগরিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
ইরানে করোনা ভাইরাসে আরো দুই নাগরিকের মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে আরো দুই নাগরিকের মৃত্যুর খবর জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে ভাইরাসটিতে ইরানের চার জনের মৃত্যু হলো।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কোভিড-১৯ ভাইরাসে ইরানে আরো দুইজনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১৩ জন।

এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো চারজনে, আর আক্রান্তের সংখ্যা ১৮ জনে।

মন্ত্রণালয়ের কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর জানান, করোনা ভাইরাসে নতুন করে ১৩ জন আক্রান্ত হয়েছেন। আর দুর্ভাগ্যবশত দুইজন মারা গেছেন।

তবে তাদের বিস্তারিত পরিচয় বা বয়স জানানো হয়নি।  

এর আগে বুধবার (১৯ ফেব্রুয়ারি) ইরানের স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টা আলিরেজা বাহাবজাদেহের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা (আইআরএনএ) জানিয়েছে, ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণে কোম নামক এলাকার দুই বাসিন্দা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ওইদিনই দেশটির স্বাস্থ্যবিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির আরেক বার্তা সংস্থা আইএসএনএ জানায়, করোনা ভাইরাসে ইরানের দুই জন নাগরিক আক্রান্ত হয়েছেন। পরে কর্মকর্তারা আক্রান্ত দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তারা বয়স্ক ব্যক্তি।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনের হুবেই প্রদেশে নতুন করে আরও ১১৫ জনের প্রাণহানি হয়েছে। এই নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ২২৩ জনে।

হুবেই স্বাস্থ্য কমিশন জানিয়েছে, ২০ ফেব্রুয়ারি পর্যন্ত হুবেই প্রদেশে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেছে ২ হাজার ২২৩ জনের। এছাড়া এতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪১১ জন।  

হিসেবে দেখা যায়, আগের তিনদিনের চেয়ে বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা বেড়েছে। বর্তমানে সারা চীনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ৯৮৭ জন।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।