এ নিয়ে চলছে সমালোচনার ঝড়।
মোবাইল ফোনে তোলা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, করোনা রোগীদের চিকিৎসা চলছে।
ভয়ঙ্কর ওই ভিডিও ক্লিপটি মুম্বাইয়ের সিওন হাসপাতালের। ওই হাসপাতালটি নিয়ন্ত্রণ করে স্থানীয় পৌরসভা।
মহারাষ্ট্র সরকারের বিরোধী বিজেপির এক বিধায়ক নীতেশ রানে ওই ভয়ঙ্কর ভিডিওটি পোস্ট করে লেখেন: সিওন হাসপাতালে রোগীরা মৃতদেহের পাশেই ঘুমিয়ে আছেন!!! কী চূড়ান্ত গাফিলতির নিদর্শন ... এ কেমন প্রশাসন! খুব খুব লজ্জাজনক!!
সিওন হাসপাতালের ডিন প্রমোদ ইঙ্গালে জানান, করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের স্বজনরা সেই লাশ নিতে নারাজ। এ কারণেই মৃতদেহগুলি ওখানে ওভাবে ফেলে রাখা ছিল।
হাসপাতালের কর্মীরাও বলেছেন, ওই মৃতদেহগুলো পরিবারের সম্মতির অপেক্ষায় ফেলে রাখা হয়েছিল।
এদিকে মহারাষ্ট্রে ভারতের মধ্যে সবচেয়ে বেশি করোন ভাইরাসে আক্রান্ত মানুষের সন্ধান মিলেছে। সেখানে করোনা আক্রান্ত প্রায় ১৬,৮০০ জন। শুধু মুম্বইয়েই ওই রোগে ভুগছেন প্রায় ১০,৭১৪ জন মানুষ। বাণিজ্যনগরীতে ৪০০ এরও বেশি মানুষ মারা গেছে ওই রোগে।
In Sion hospital..patients r sleeping next to dead bodies!!!
— nitesh rane (@NiteshNRane) May 6, 2020
This is the extreme..what kind of administration is this!
Very very shameful!! @mybmc pic.twitter.com/NZmuiUMfSW
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মে ০৭, ২০২০
নিউজ ডেস্ক