ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লিতে গুপ্তচরবৃত্তির দায়ে ধরা পড়েছে ২ পাক কূটনীতিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, জুন ১, ২০২০
দিল্লিতে গুপ্তচরবৃত্তির দায়ে ধরা পড়েছে ২ পাক কূটনীতিক

ঢাকা: গুপ্তচরবৃত্তির দায়ে দিল্লির পাকিস্তান হাই কমিশনের ২ কর্মকর্তা ধরা পড়েছে। সর্বশেষ ২০১৬ সালে এই ধরনের ঘটনা ঘটেছিল।

ভারতীয় সংবাদ মাধ্যম জিনিউজ জানায়, দিল্লিতে পাক হাইকমিশনের ভিসা সেকশনের কর্মকর্তা আবিদ হোসেন এবং তাহির হোসেন ভারত বিরোধী কর্মকাণ্ড পরিচালনার সময় হাতেনাতে ধরা পড়ে।

এই দুই কর্মকর্তা ভূয়া ভারতীয় আইডেন্টি ব্যবহার করতো বলেও সংবাদ মাধ্যমটি জানায়।

শিগগিরই এই দুই ব্যক্তিকে অগ্রহণযোগ্য ব্যক্তি (persona non grata) হিসেবে ঘোষণা করা হবে এবং দুই দিনের মধ্যে দেশ ছাড়তে বলা হবে।

২০১৬ সালে দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তা মেহমুদ আখতার নামে একজনকে স্পর্শকাতর ডক্যুমেন্টসহ ধরাপড়ার পর অগ্রহণযোগ্য ব্যক্তি (persona non grata) হিসেবে ঘোষণা করা হয়েছিল বলে জানায় জিনিউজ।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, জুন ০১, ২০২০
এমইউএম/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।