ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা: ভারতে একদিনে শনাক্ত আরও ১০ হাজার, মোট সোয়া ২ লাখ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, জুন ৫, ২০২০
করোনা: ভারতে একদিনে শনাক্ত আরও ১০ হাজার, মোট সোয়া ২ লাখ

ভারতে হু-হু করে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৯ হাজার ৮শ’ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ লাখ ২৬ হাজার ৭৭০ জনে। সম্প্রতি লাফিয়ে লাফিয়ে করোনা শনাক্ত বেড়ে চলায় ভারতসহ দক্ষিণ এশিয়ার আরও দুই দেশ বাংলাদেশ ও পাকিস্তানের ব্যাপারে উদ্বেগ দেখা দিয়েছে আন্তর্জাতিক মহলে।

শুক্রবার (৫ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, সরকারি হিসেবে দেশটিতে শেষ ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আরও ২৭৩ জনের মৃত্যু হয়েছে। এর নিয়ে সেখানে এ ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৩৪৮ জনে।

 

শনাক্তদের মধ্যে আরোগ্য লাভের হার ৪৮ শতাংশ বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।  

খবরে বলা হয়, মার্চে লকডাউন দেওয়ার পর থেকে অভিবাসী শ্রমিকরা নানা ভাবে শহর ছেড়ে নিজ নিজ এলাকায় ফিরে যাওয়ায় সাম্প্রতিকতম সময়ে ভারতের গ্রামিণ এলাকাগুলোতে করোনা সংক্রমণের হার বেড়েছে।  

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, জুন ০৫, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।