ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

টিকা নেওয়ার পর হংকংয়ে দুই প্রবীণের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
টিকা নেওয়ার পর হংকংয়ে দুই প্রবীণের মৃত্যু

হংকংয়ে করোনা টিকা নেওয়া পর দুই প্রবীণের মৃত্যু হয়েছে। তারা মার্চের শুরুর দিকে করোনা টিকা নিয়েছিলেন।

 

হংকংয়ের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ওই দুই প্রবীণ নাগরিক ক্রনিক রোগে আক্রান্ত ছিলেন।  

বিভাগের বিবৃতি অনুযায়ী, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। দুইজন ব্যক্তি মারা যান। প্রথম মারা যান ৮০ বছর বয়স্ক এক ব্যক্তি, যিনি অন্ত্রের অসুখে ভুগছিলেন। ৭ মার্চ তিনি করোনা আক্রান্ত হন।  

মৃত দ্বিতীয় প্রবীণের বয় ছিল ৬৭ বছর। গত ২ মার্চ তাকে টিকা দেওয়া হয়েছিল। নয় দিন পরে তিনি হঠাৎ একটি প্রকাশ্য স্থানে অচৈতন্য হয়ে পড়েন এবং পরে হাসপাতালে ভর্তি করা হয়। তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হাইপারলিপিডেমিয়া ছিল।

হংকংয়ে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে গত ২৬ ফেব্রুয়ারি। এখন পর্যন্ত এক লাখ ৬০ হাজার মানুষকে টিকা দেওয়া হয়েছে।  

হংকংয়ে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজারের বেশি মানুষ। মারা গেছেন ২০৩ জন।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।