ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তাইওয়ান নিয়ে জাপানের বিরল বিবৃতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
তাইওয়ান নিয়ে জাপানের বিরল বিবৃতি জাপানের প্রতিরক্ষামন্ত্রী ও তাইওয়ানের রাষ্ট্রপতি

তাইওয়ান প্রণালীতে ক্ষমতার ভারসাম্য থাকছে না, তা চীনের দিকে হেলে পড়ছে।  

তাইওয়ান সম্পর্কে এক বিরল বিবৃতিতে এ কথা বলেছেন জাপানের প্রতিরক্ষা মন্ত্রী কিশি নোবুও।

 

কানাডার একটি থিঙ্ক ট্যাঙ্ক আয়োজিত ভিডিও কনফারেন্সে এমন মন্তব্য করা হয়েছে।  কনফারেন্সে যুক্ত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদ।

সিএনএ জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী আবে শিনজোর ভাই কিশি বলেছেন, চীনের প্রাধান্য  প্রতি বছর বাড়ছে।  

জাপানি গণমাধ্যমগুলো বলছে, তাইওয়ান সম্পর্কে উর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের এমন প্রকাশ্য মন্তব্য অত্যন্ত বিরল।

কিশি বলেন, চীন তার সামরিক সক্ষমতা জোরদার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে। জাপান এই এলাকার উন্নয়ন এবং পরিবর্তন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তাইওয়ান এবং চীনের উচিত সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের সমস্যার শান্তিপূর্ণভাবে সমাধান করা। সূত্র: তাইওয়ান নিউজ

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।