ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বন্দুকধারীদের হামলায় মেক্সিকোতে ১৩ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
বন্দুকধারীদের হামলায় মেক্সিকোতে ১৩ পুলিশ নিহত

ঢাকা: মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৩ পুলিশ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দেশটির কৌটেপেক হ্যারিনাস পৌরসভার এললানো গ্রান্ডি এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহরে প্রকাশ্যে দিবালোকে এ হামলা চালায় সংঘবদ্ধ বন্দুকধারীরা।

খবর বিবিসির।

জানা যায়, একটি ওয়ারেন্ট নিয়ে প্রায় পাঁচটি গাড়িতে করে ৪২ জন অফিসারকে পাঠিয়েছিল মেক্সিকো পুলিশ কর্তৃপক্ষ। কিন্তু যাত্রাপথেই ওৎ পেতে থাকা অন্তত ৩০ জন মাদক কারবারি একে-৪৭ ও স্নাইপার রাইফেল নিয়ে পুলিশ সদস্যসের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই ১৩ জন পুলিশ নিহত হন।

দেশটির এক মন্ত্রী সাংবাদিকদের জানান, এ হামলা মেক্সিকোর জন্য লজ্জার। আইনের সমর্থনে সর্বশক্তি নিয়ে আমরা এই হামলার জবাব দেব। হামলাকারীদের খুঁজে বের করতে মেক্সিকোর ন্যাশনাল ও সশস্ত্র বাহিনী তল্লাশি চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।