ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের টিকা কর্মসূচি দুর্দান্ত: নেপালের রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
ভারতের টিকা কর্মসূচি দুর্দান্ত: নেপালের রাষ্ট্রদূত

ভারতে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত নয়াদিল্লির কোভিড-১৯ টিকা কর্মসূচিকে 'দুর্দান্ত' বলে বর্ণনা করেছেন।

রাষ্ট্রদূত নীলম্বার আচার্য ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে বলেন, ভারতের ভ্যাকসিন কর্মসূচি দুর্দান্ত।

ভ্যাকসিন দিয়ে সহায়তা করার জন্য আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ। ভারত অনেক দেশকে বিনা মূল্যে ভ্যাকসিন সরবরাহ করেছে।  

তিনি বলেন, নেপাল ভারতীয় গণতন্ত্র থেকে অনুপ্রেরণা নিয়েছে।

নীলাম্বর বলেন, আমরা (ভারত ও নেপাল) ঘনিষ্ঠ বন্ধু। ভারতের গণতন্ত্র থেকে অনুপ্রেরণা পেয়েছে নেপাল। লোকসভার স্পিকার ওম বিড়লার সাথে বৈঠকে উভয় দেশের পারস্পরিক  সম্পর্কের বিষয়ে যে আলোচনা হয়েছিল, তা প্রতিফলিত করেছে।  

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।