ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উইগুর নির্যাতনের প্রতিবাদে চীনের টমেটো নিচ্ছে না জাপানি কোম্পানিগুলো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২১
উইগুর নির্যাতনের প্রতিবাদে চীনের টমেটো নিচ্ছে না জাপানি কোম্পানিগুলো

উইগুর মুসলিমদের সঙ্গে নিপীড়নমূলক আচরণের কারণে চীন থেকে টমেটো আমদানি বন্ধ করে দিয়েছে জাপানের নেতৃস্থানীয় কেচাপ কোম্পানি কাগোমসহ অনেকে।  

কাগোম গত বছর তার কিছু সস পণ্যে ব্যবহৃত জিনজিয়াং-উৎপাদিত টমেটো পেস্ট আমদানি বন্ধ করে দেয়।

ইতিমধ্যে আমদানি করা টমেটোগুলো এই বছরের শেষের দিকে ব্যবহার করা হবে জানানো হয়।

কাগোমের একজন প্রতিনিধি বলেন, ব্যয় এবং গুণমানের পাশাপাশি, মানবাধিকার সমস্যা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটি ফ্যাক্টর হয়ে উঠেছে।

মনে করা হয়, কাগোম প্রথম প্রধান জাপানি কর্পোরেশন যারা উইগুর ইস্যু নিয়ে এই অঞ্চলের সঙ্গে ব্যবসা করা বন্ধ করেছে।

কাগোমের একজন প্রতিনিধি বলেন, সংস্থাটি কারখানা ও ক্ষেত নিয়মিত পরিদর্শন করে। অতীতে আমরা যেসব টমেটো আমদানি করেছি, সেগুলো এমন পরিবেশে উত্পাদিত হয়নি যা মানবাধিকার লঙ্ঘন করে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য অনুযায়ী, চীন ২০১৯ সালে বিশ্বের শীর্ষ টমেটো উৎপাদক ছিল, যা ৬২.৭৬ মিলিয়ন টন বা বিশ্বব্যাপী উৎপাদনের প্রায় ৩৫ শতাংশ। সূত্র: ফিনান্সিয়াল পোস্ট, মার্কিন যুক্তরাষ্ট্র

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।