ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনের ‘চ্যালেঞ্জ’ মোকাবিলায় একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র ও জাপান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২১
চীনের ‘চ্যালেঞ্জ’ মোকাবিলায় একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র ও জাপান

মার্কিন-জাপানি জোটের প্রতি তার শক্ত সমর্থনের কথা নিশ্চিত করে প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার বলেছেন, মুক্ত ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ নিশ্চিত করতে চীনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য উভয় দেশ একযোগে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার সাথে বৈঠকের পর বাইডেন বলেন, জাপানের প্রধানমন্ত্রী সুগা ও আমি মার্কিন-জাপানি জোট এবং আমাদের যৌথ নিরাপত্তার প্রতি আমাদের কঠোর সমর্থনের কথা নিশ্চিত করেছি।

আমরা চীন এবং পূর্ব চীন সাগর, দক্ষিণ চীন সাগরের পাশাপাশি উত্তর কোরিয়ার মতো বিষয়গুলিতে একযোগে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন সাগরে চীনের ক্রমবর্ধমান আগ্রাসনের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট এমন ঘোষণা দিলেন।  

বাইডেন বলেন, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলের দুটি শক্তিশালী গণতন্ত্র এবং আমরা আমাদের যৌথ মূল্যবোধ, মানবাধিকার ও আইনের শাসন রক্ষাসহ বিভিন্ন বিষয় এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ও জাপান ৫জি টেলিযোগাযোগ, অর্ধপরিবাহীর সরবরাহ শৃঙ্খল, কোয়ান্টাম কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করবে।

জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর এটি দুই নেতার প্রথম মুখোমুখি বৈঠক।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।