ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চলতি মাসের শেষে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন চীনা প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২১
চলতি মাসের শেষে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন চীনা প্রতিরক্ষামন্ত্রী

চলতি মাসের ২৭ তারিখ শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে। এই দিয়ে সম্প্রতি চীনা ঊধ্বর্তন কর্মকর্তাদের দুইবার শ্রীলঙ্কা সফর করা হবে।

কলম্বোর সরকারি সূত্রে জানা যায়, এপ্রিলের ২৭ থেকে ২৯ তারিখ শ্রীলংকা অবস্থান করবেন ফেংহে। সফরে শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে, প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে চীনের প্রতিরক্ষামন্ত্রী ফেংহের।

এর আগে গেলো বছরের অক্টোবরে চীনা কমিউনিস্ট পার্টির ভাইস প্রেসিডেন্ট ইয়াং জিয়েচি শ্রীলঙ্কা সফর করেন। মূলত বেইজিং তার বিতর্কিত অবকাঠামো প্রকল্পের মাধ্যমে শ্রীলঙ্কার সাথে সম্পর্কের উন্নতি ঘটাতে চাচ্ছে।

শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট বর্তমানে একটি বিলের বিরুদ্ধে একাধিক আবেদনের শুনানি করছে যার মাধ্যমে চীন সমর্থিত কলম্বোকে নিয়ন্ত্রণ করতে চীনকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।