ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার মন্তব্যে ক্ষেপেছে চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
অস্ট্রেলিয়ার মন্তব্যে ক্ষেপেছে চীন

তাইওয়ান নিয়ে বেইজিংকে ছাড় দেওয়া উচিত নয়, এমন মন্তব্যের কারণে অস্ট্রেলিয়া সরকারের তীব্র সমালোচনা করেছে চীন।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, বেইজিং বলেছে, তাইওয়ান একটি উচ্চ সংবেদনশীল বিষয়।

আশা করি অস্ট্রেলিয়া এ বিষয়ে পুরোপুরি স্বীকৃতি দেবে এবং এক চীন নীতি মেনে চলবে।

সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন এ কথা বলেন।  

রোববার অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী পিটার ডাটন অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে বলেন, তাইওয়ান নিয়ে বেইজিং-এর সঙ্গে সংঘাতকে 'ছাড় দেওয়া উচিত নয়'।

বেইজিং তাইওয়ানের ওপর পূর্ণ সার্বভৌমত্ব দাবি করে, যা চীনের মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত। গত সাত দশকেরও বেশি সময় ধরে উভয় পক্ষ পৃথকভাবে পরিচালিত হয়ে আসছে।

ডাটন বলেন, অস্ট্রেলীয় সশস্ত্র বাহিনী তার মিত্রদের যে কোনো হুমকি মোকাবিলায় উচ্চ পর্যায়ের প্রস্তুতি বজায় রেখেছে, ক্যানবেরা শান্তি বজায় রাখার চেষ্টা করবে।

চীন এবং অস্ট্রেলিয়ার মধ্যে বেশ কয়েকটি বিষয় নিয়ে উত্তেজনা বাড়ার সাথে সাথে এটি আসে।

অস্ট্রেলিয়া সম্প্রতি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এ অংশগ্রহণের চুক্তি বাতিল করেছে, এটিকে ‘দেশের পররাষ্ট্র নীতির সাথে অসামঞ্জস্যপূর্ণ’ বলে অভিহিত করেছে।

বেইজিংয়ের সাথে বিতর্কিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) চুক্তি বাতিল করার অস্ট্রেলিয়ার সিদ্ধান্তকে ‘অযৌক্তিক এবং উস্কানিমূলক’ বলে অভিহিত করেছে চীন, সতর্ক করে দিয়েছে যে এর ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ‘ক্ষতিগ্রস্ত’ হবে।

গত বছরের এপ্রিল থেকে চীন-অস্ট্রেলীয় সম্পর্ক নিম্নমুখী হয়ে পড়েছে যখন ক্যানবেরা কোভিড-১৯ মহামারির উৎপত্তি সম্পর্কে একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব দিয়ে বেইজিংকে ক্ষুব্ধ করেছিল।

এছাড়া বেশ কয়েক মাস ধরে বেইজিং-এর সাথে বাণিজ্য যুদ্ধ চলছে অস্ট্রেরিয়ার। সূত্র: এএনআই

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।