ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

২৪ ঘণ্টায় করোনা শনাক্তে ভারতের বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, মে ১, ২০২১
২৪ ঘণ্টায় করোনা শনাক্তে ভারতের বিশ্বরেকর্ড ...

করোনা ভাইরাসের নতুন ভারতীয় ধরন দেশটিকে ভয়ংকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন।

এটি বিশ্বরেকর্ড। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ৯১ লাখ ৫৭ হাজারে।

শনিবার (০১ মে) এসব তথ্য জানায় ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর হিন্দুস্তান টাইমসের।

এপ্রিল মাসের মাঝামাঝি থেকেই ভারতে প্রতিদিন ২ লাখের বেশি মানুষ আক্রান্ত হচ্ছিল। এরপর তা ৩ লাখে গিয়ে ঠেকে। এবার একদিনে ৪ লাখের বেশি মানুষ আক্রান্ত হলো।

ভারতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, ভারতে তৈরি হওয়া করোনা ভাইরাসের নতুন ধরনটির নাম গবেষকেরা দিয়েছেন ‘বি-ওয়ান-সিক্সসেভেনটিন’। গত অক্টোবরে এটি প্রথম শনাক্ত হয়।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, মে ০১, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।