ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভোট গণনা চলছে, হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে তৃণমূল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, মে ২, ২০২১
ভোট গণনা চলছে, হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে তৃণমূল

পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে ভোট গণনা শুরু হয়েছে। রোববার (০২ মে) ভারতীয় সময় সকাল ৮টায় পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট গণনা শুরু হয়।

বিধানসভার মোট আসন ২৯৪টি হলেও নির্বাচন চলাকালে দুই প্রার্থীর মৃত্যু হওয়ায় দুটি আসনের নির্বাচন স্থগিত হয়েছে।

ভোগগ্রহণ শেষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছিল বুথফেরত সমীক্ষাতে। রোববার সকালে পোস্টাল ব্যালটে প্রথমে গণনা শুরু হয়।

আনন্দবাজার বলছে, ভোটগণনা শুরুর পর ৪০টি আসনে তৃণমূল এবং ৩৫টিতে বিজেপি এগিয়ে রয়েছে। জি নিউজ বলছে, এখন পর্যন্ত ১৬টি আসনে তৃণমূল এবং ৯টি আসনে বিজেপি এগিয়ে রয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত বিজেপি ৭২টি আসনে এবং তৃণমূল কংগ্রেস ৬৯টি আসনে এগিয়ে রয়েছে।

অন্যদিকে ইন্ডিয়া টাইমস বলছে, ৭৬টি আসনে তৃণমূল এবং বিজেপি ৫৮টি আসনে এগিয়ে রয়েছে।

এবারের নির্বাচনে সবার নজর নন্দীগ্রামে। পূর্ব মেদিনীপুরের এই আসনেই লড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার প্রতিদ্বন্দ্বী তারই একসময়ের ডান হাত, মন্ত্রিসভার সাবেক সদস্য শুভেন্দু অধিকারী। তাই শুধু রাজ্যবাসী নয়, গোটা দেশই এখন তাকিয়ে আছে নন্দীগ্রামের দিকে।

গত ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গে আট দফায় বিধানসভার ২৯২টি আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার ফল ঘোষণার জন্য ২৩টি জেলায় ১০৮টি গণনাকেন্দ্রে শুরু হয়েছে ভোট গণনা। কলকাতার ১১টি বিধানসভা আসনের জন্য ভোট গণনাকেন্দ্র করা হয়েছে ছয়টি।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, মে ০২, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।