ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে এখনও সক্রিয় আল-কায়েদা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, মে ৮, ২০২১
আফগানিস্তানে এখনও সক্রিয় আল-কায়েদা

তালেবানরা আফগানিস্তানে শান্তি বজায় রাখতে চায় বলে দাবি করা সত্ত্বেও সোমবার কাবুল প্রকাশ করেছে যে সন্ত্রাসী সংগঠনটি এখনো আল-কায়েদার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে।

আফগান সরকার বলেছে, আল-কায়েদা নেটওয়ার্কের শিকড় আফগানিস্তানে এখনো জীবিত রয়েছে এবং এই গ্রুপটি এখনো দেশ ও বিশ্বের জন্য হুমকি।

 

প্রাক্তন সামরিক কর্মকর্তা আতিকুল্লাহ অমরখিল বলেন, আল-কায়েদা এখনো আফগানিস্তানে সক্রিয়, আল-কায়েদা বিন লাদেনের মালিকানাধীন ছিল না।

২০১১ সালের ২ মে অ্যাবোটাবাদে মার্কিন নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হন জঙ্গি সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন। পাকিস্তানের কম্পাউন্ডে গোলাগুলির সময় তার মাথায় গুলি করা হয়। সূত্র: এএনআই

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, মে ০৮, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।