ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলে ভিডিও কলে থাকা অবস্থায় ভারতীয় নারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, মে ১২, ২০২১
ইসরায়েলে ভিডিও কলে থাকা অবস্থায় ভারতীয় নারীর মৃত্যু

ইসরায়েলে হামাসের রকেট হামলায় ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি নগরী। প্রাণহানি হয়েছে প্রায় ৪০ জনের।

ইসরায়েলে নিহতদের মধ্যে রয়েছেন ভারতীয় এক নারী। তার নাম সৌম্য সন্তোষ (৩০)। তিনি কেরালার ইদুক্কি জেলার বাসিন্দা ইসরায়েলে নার্স হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১২ মে) এ তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ।

নিহতের পরিবার বরাত দিয়ে জি নিউজ জানায়, যে সময় রকেট হামলা হয়, তখন স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন সৌম্য সন্তোষ। হঠাৎ প্রচণ্ড আওয়াজ হয় এবং ভিডিও কল বন্ধ হয়ে যায়। এরপর বারবার ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি পরিবার। পরে শহরে সেদেশে তাদের পরিচিতদের সঙ্গে যোগাযোগ করে রকেট হামলার খবর জানতে পারে পরিবার।  

সাত বছর ধরে ইসরায়েলেই থাকতেন সৌম্য। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন কেরালার বিধায়ক মনি সি কাপ্পান। এদিকে, কেরালার কয়েক হাজার বাসিন্দা ইসরায়েলে কাজ করেন বলে জানা যায়। বর্তমানে তারা প্রত্যেকেই আতঙ্কের মধ্যে রয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মে ১২, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।