ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, মে ১৪, ২০২১
আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ১২

আফগানিস্তানে তালেবানদের সঙ্গে সরকারের তিনদিনের যুদ্ধবিরতির দ্বিতীয় দিনেই মসজিদে বোমা বিস্ফোরণে প্রাণ গেলো ১২ জনের।

শুক্রবার (১৪ মে) ঈদের দিনেও ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো উত্তর কাবুলের একটি মসজিদ।

এতে মসজিদের ইমামসহ অন্তত ১২ জনের প্রাণহানি হয়েছে বলে জানায় আল জাজিরা।

কাবুল পুলিশের মুখপাত্র ফেরদাউস ফারামারাজ বলেন, বিস্ফোরণে নিহত হয়েছেন মসজিদের ইমাম মুফতি নৌমান। তবে কারা ওই বিস্ফোরণের সঙ্গে জড়িত তা এখনও বোঝা যাচ্ছে না। কোনো জঙ্গি গোষ্ঠী এখন পর্যন্ত বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

জানা যায়, দেশটির উত্তর কাবুলের সকার ডেরা জেলার ওই মসজিদের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল একটি শক্তিশালী বোমা। শুক্রবার জুমার নামাজের সময় প্রার্থনার জন্য মসজিদে মুসল্লিদের সমাগম হতেই বোমাটির বিস্ফোরণ ঘটে।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, মে ১৪, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।