ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইতালিতে বাধ্যতামূলক হলো করোনার ‘গ্রিন পাস’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
ইতালিতে বাধ্যতামূলক হলো করোনার ‘গ্রিন পাস’

কোভিড-১৯ সংক্রমণ রোধে কর্মজীবীদের জন্য ‘গ্রিন পাস’ বাধ্যতামূলক করেছে ইতালি।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) প্রথমবারের মতো ইউরোপের অন্যতম অর্থনৈতিক দেশ ইতালি এ ঘোষণা দেয়।

দেশটিতে আগামী ১৫ অক্টোবরের পর থেকে কর্মজীবীদের গ্রিন পাস দেখাতে হবে। গ্রিন পাস নিশ্চিত করতে ব্যর্থ হলে কর্মীদের বরখাস্তের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ঘোষণায় ক্ষুব্ধ দেশটির সাধারণ মানুষ।

ইতালিতে ১ কোটি ৪৭ লাখ মানুষ বেসরকারি প্রতিষ্ঠানে ও ৩ কোটি ২০ লাখ মানুষ সরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। নতুন ঘোষণায় তাদের গ্রিন পাসের প্রয়োজন পড়বে।

সরকারি ঘোষণায় বলা হয়েছে, সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের কর্মীদের টিকা দেওয়ার প্রমাণপত্র, করোনা টেস্টের নেগেটিভ রিপোর্ট অথবা সুস্থ হওয়ার পর আগের ছয় মাসের কাজের অনুমতিপত্র দেখাতে হবে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী গ্রিন পাসকে স্বাধীনতার দলিল বলে উল্লেখ করেছেন।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।