ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
রাশিয়ায় যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত, নিহত ৬ রাশিয়ার পূর্বাঞ্চলে বিধ্বস্ত হয় প্লেনটি

রাশিয়ায় একটি যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হয়ে ছয় জন নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলে বুধবার বিধ্বস্ত হয় প্লেনটি।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাশিয়ার জরুরি সেবা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, আন্তনভ এএন-২৬ প্লেন রাশিয়ার পূর্বাঞ্চলে বুধবার বিধ্বস্ত হয়েছিল। রাশিয়ার বিমানবন্দরগুলোর প্রযুক্তিগত সমস্যা দেখভাল করা একটি প্রতিষ্ঠান বিধ্বস্ত হওয়া বিমানটির মালিক। এটি ৪২ বছরের পুরোনো একটি প্লেন। এটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।

দেশটির জরুরি সেবা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার প্লেনের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। প্লেনটি উঁচু এলাকায় বিধ্বস্ত হয়েছিল।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, দুর্ভাগ্যবশত বিধ্বস্তের কারণে কেউ বেঁচে নেই। প্লেনটিতে ছয় জন আরোহী ছিলেন।

সূত্র: ইউরো নিউজ

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।