ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলের গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
ইসরায়েলের গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত

ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে চার ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়েছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে পশ্চিম তীরের জেনিন শহরে আন্দোলনরত ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালালে এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, ওই অঞ্চলে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে আনুমানিক ৭০০ জন ফিলিস্তিনি জড়ো হয়েছিল। এ সময় ইসরায়েলি সেনাবাহিনী চার ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আওওদেহ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- আহমদ জাহরান, মাহমুদ হামিদান ও জাকারিয়া বাদওয়ান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৫ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে রোববার সকাল পর্যন্ত পশ্চিম জেনিনের বুরকিন গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে বেশ কয়েকজন ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী সম্ভাব্য সন্ত্রাসী হামলা চালাতে যাওয়া হামাসের সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। তিনি এ ঘটনায় হতাহতের সংখ্যা উল্লেখ করেননি।

তাৎক্ষণিক কোনও মন্তব্য করেননি ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রও। অবশ্য তাদের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে হামাসকে নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। সংগঠনটি পশ্চিম তীরে শক্তি অর্জন করতে চাইছে বলে অভিযোগ তাদের।

ইসরায়েলের প্রধান রেডিও স্টেশন এবং বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, হামাসের সদস্যদের ধরার লক্ষ্যে পশ্চিম তীরের বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়েছে সেনাবাহিনী।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।