ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েল ইস্যুতে সুদানকে যুক্তরাষ্ট্রের চাপ!

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
ইসরায়েল ইস্যুতে সুদানকে যুক্তরাষ্ট্রের চাপ!

উত্তর-পূর্ব আফ্রিকার দেশ সুদানের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিকভাবে সম্পর্ক গড়ে ওঠেনি। সেই সম্পর্ক গড়তে দেশটিকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র।

 

ইসরায়েল সরকার নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল ক্যান’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম পার্স টুডে।  

স্থানীয় সময় রোববার (১০ অক্টোবর) টেলিভিশন চ্যানেলটির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্তে সুদানে বিনিয়োগ করে যুক্তরাষ্ট্র। কিন্তু সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে এক বছরেও কোনো উন্নতি হয়নি। তাই এখন সুদানের ওপর চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র।  

যুক্তরাষ্ট্র সুদানে কী পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে এবং এখন কী ধরনের চাপ সৃষ্টি করছে-এ বিষয়ে টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে বিস্তারিত কিছু বলা হয়নি।  

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সুদানের সাধারণ জনগণ এবং সামরিক প্রশাসনের মধ্যে মতবিরোধ রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।  

২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক তৈরির চুক্তিতে স্বাক্ষর করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদান। এরপর চলতি বছরের এপ্রিলে সুদানের মন্ত্রিসভা ইসরায়েলকে বয়কট করার আইন বাতিল করে।  

ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সুদানের সংসদে পাস হতে হবে। কিন্তু এখনও তা সংসদে তোলা হয়নি। এমনকি কথিত আব্রাহাম চুক্তির এক বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন সুদানের কর্মকর্তারা।  

সম্প্রতি সুদানের পররাষ্ট্রমন্ত্রী মারিয়াম বলেছেন, খার্তুমে ইসরায়েলের দূতাবাস খোলার কোনো পরিকল্পনা এখন তাদের নেই।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।