ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তাইওয়ানে বহুতল ভবনে আগুন, নিহত ৪৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
তাইওয়ানে বহুতল ভবনে আগুন, নিহত ৪৬

তাইওয়ানের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪৬ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও অনেকে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় রাত ২টা ৫৪ মিনিটের দিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় কাওসিউং এলাকার একটি ১৩ তলা ভবনে এসব প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছে কেন্দ্রীয় সংবাদ সংস্থা সিএনএ।

জানা গেছে, বাণিজ্যিক ও আবাসিককাজে ব্যবহৃত হওয়া ওই বহুতল ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। এরপর সেটি পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

শহরটির দমকল বাহিনীর একজন মুখপাত্র সিএনএনকে জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। ইতোমধ্যে ৩৭৭ জনেরও বেশি উদ্ধারকর্মী সেখানে মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ৪১ জন আহত হয়েছেন।

তবে দমকল বাহিনীর প্রধান লি চিং-হসিউ সাংবাদিকদের বলেন, আমরা আরও হতাহতের আশঙ্কা করছি। কিছু মানুষ এখনও ভবনের আবাসিক অংশে সপ্তম এবং একাদশ তলায় আটকে থাকতে পারে।

সিএনএ জানিয়েছে, ঘটনাস্থলে ১৩৯টি ফায়ার ট্রাক ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। স্থানীয় সময় সকাল ৭টা ১৭ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দুপুরের মধ্যে প্রায় ৬২ জনকে উদ্ধার করা হয়, যাদের বয়স আট থেকে ৮৩ এর মধ্যে।

তবে ওই ভবনে ১০০ জনেরও বেশি জ্যেষ্ঠ নাগরিক থাকেন। তাদের অনেকে শারীরিক প্রতিবন্ধী। যদিও কি কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। স্থানীয় পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।