ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ছাত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ছাত্রীর মৃত্যু

কানাডায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বাংলাদেশি নাদিয়া মজুমদার।

দেশটির স্থানীয় সময় ১৯ অক্টোবর (মঙ্গলবার) আনুমানিক সকাল ১১টা ৪৫ মিনিটে টরন্টোর বার্চমাউন্ট-ড্যানফোর্থ রোডে সিগনাল পার হওয়ার সময় একটি মিনিভ্যান তাকে আঘাত করে।

এতে তিনি গুরুতর আহত হন। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে বুধবার (২০ অক্টোবর) রাতে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

১৭ বছর বয়সী ওই তরুণী বার্চমাউন্ট কলেজিয়েট স্কুলের ১২ গ্রেডের ছাত্রী ছিলেন। নিহতের বাবার নাম সুমন মজুমদার।

দেশটির পুলিশ জানায়, ৪০ বছর বয়সী ওই গাড়িচালক দুর্ঘটনার পর ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন।

এদিকে নাদিয়ার মৃত্যুর খবরে টরন্টোর বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। কেউ ওই দুর্ঘটনা দেখে থাকলে বা মোবাইলে ভিডিও করে থাকলে পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।