ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভেঙে পড়ল বিমান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভেঙে পড়ল বিমান

অস্ট্রেলিয়ায় ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভেঙে পড়েছে যাত্রীবাহী একটি ছোট বিমান। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানটিতে পাইলট ছাড়া মাত্র এক জন যাত্রী ছিলেন। বিমান ভেঙে পড়ার আগেই তারা দুজন সমুদ্রে ঝাঁপ দেন। সাঁতার কেটেই প্রাণ বাঁচাতে হয় তাদের।

জানা গেছে, তীব্র গরম থেকে রেহাই পেতে পার্থের সমুদ্র সৈকতে মেতে ছিলেন স্থানীয়রা। সে সময় তাদের চোখে বিমান ভেঙে পড়ার ওই দৃশ্য ধরা পড়ে।

পুলিশ জানিয়েছে, ইঞ্জিন বিকল হওয়ার কারণে ঘটেছে এই দুর্ঘটনা। আর সমুদ্র সৈকত থেকে মাত্র ২০ মিটার দূরে ঘটনাটি ঘটায় সহজেই সাঁতার কেটে পাড়ে পৌঁছাতে পেরেছেন বিমানের পাইলট ও যাত্রী।

এর আগে ২০১৮ সালে প্রশান্ত মহাসাগরের বুকে একইভাবে ভেঙে পড়েছিল পাপুয়া নিউ গিনির একটি বিমান।

তখনও সৌভাগ্যক্রমে ৪৭ জন যাত্রী প্রাণে বেঁচে যান।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।