ভারতের মণিপুর রাজ্যে আসাম রাইফেলসের কমান্ডিং অফিসারকে লক্ষ্য করে হামলার ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
শনিবারের (১৩ নভেম্বর) ওই হামলায় স্ত্রী-সন্তানসহ নিহত হয়েছেন কর্নেল বিপ্লব ত্রিপাঠী।
এ ঘটনায় চারজন জওয়ান নিহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
হামলার পর ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইটারে বলেন, ‘মণিপুরের চূড়াচন্দ্রপুরে আসাম রাইফেলসের কনভয়ের ওপর কাপুরুষোচিত হামলা অত্যন্ত বেদনাদায়ক এবং নিন্দনীয়। ৪৬ আসাম রাইফেলসের কমান্ডিং অফিসারসহ পাঁচজন বীর জওয়ান এবং কমান্ডিং অফিসারের পরিবারের দুই সদস্য নিহত হয়েছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হবে। ’
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বেহিয়াং থানার সিংঘাটের কাছে সায়লসি এবং সেকেন গ্রামের মধ্যবর্তী জঙ্গলঘেরা এলাকায় কর্নেল বিপ্লব ত্রিপাঠীর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। পরে জওয়ানরাও পাল্টা গুলি ছোড়ে। এ সময় সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ বিষয়ে টুইটারে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলেন, ‘৪৬ আসাম রাইফেলসের কনভয়ে কাপুরুষোচিত হামলায় তীব্র নিন্দা জানাচ্ছি। সেই হামলায় কমান্ডিং অফিসার, তার পরিবারসহ কয়েকজন জওয়ানের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। জঙ্গিদের খুঁজে বের করতে তল্লাশি চালাচ্ছে রাজ্য পুলিশ এবং আধাসামরিক বাহিনী। অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হবে। ’
আরও পড়ুন:
মণিপুরে সন্ত্রাসী হামলায় স্ত্রী-পুত্রসহ কর্নেল নিহত
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
জেএইচটি
Colonel, His Wife And Son Among 6 Dead In Ambush By Terrorists In #Manipur
— NDTV (@ndtv) November 13, 2021
Read more: https://t.co/8H16QZiKtL
NDTV's Ratnadip Choudhury reports pic.twitter.com/GqvOy9unrv