ভারতের মুম্বাই থেকে ৯০০ কিলোমিটার দূরে মহারাষ্ট্র পুলিশের বিশেষ বাহিনীর সদস্যদের গুলিতে অন্তত ২৬ মাওবাদী নিহত হয়েছেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৩ নভেম্বর) সকালে মহারাষ্ট্রের গড়চিরৌলির মারদিনতলার কোরচি এলাকায় এ ঘটনা ঘটে।
ওই ঘটনায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। তাদেরকে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হচ্ছে।
জানা যায়, শনিবার সকাল থেকে মাওবাদীদের সঙ্গে লড়াই শুরু হয় মহারাষ্ট্র পুলিশের বিশেষ ‘সি-৬০ কমান্ডো’র। গোপন সূত্রে খবর পেয়েই অভিযানটি শুরু করা হয়। সেখানে দীর্ঘক্ষণ দুই পক্ষে গুলি চলে।
গড়চিরৌলির পুলিশ সুপার অঙ্কিত গোয়েল বলেন, এখন পর্যন্ত ২৬ জন মাওবাদীর মরদেহ আমরা উদ্ধার করতে পেরেছি। তল্লাশি অব্যাহত রয়েছে। গোটা অপারেশন সফলভাবে পরিচালনা করছেন অতিরিক্ত পুলিশ সুপার সৌম্য মুন্ডে।
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
জেএইচটি