ইকুয়েডরের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় কমপক্ষে ৬৮ জন বন্দি নিহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় (১২ নভেম্বর) গোয়াকিল শহরের লিটোরাল পেনিটেনশিয়ারিতে এ দাঙ্গা ও প্রাণহানির ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, পুলিশের কৌশলগত ইউনিট, যারা কারাগার ভবনে প্রবেশ করে, তারা বন্দুক ও বিস্ফোরক খুঁজে পেয়েছে। দাঙ্গায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
এর আগে এ মাসের শুরুর দিকে একটি ছোট সশস্ত্র সংঘর্ষে তিনজন বন্দিকে গুলি করে হত্যা করা হয়েছিল।
বিবিসি জানিয়েছে, সেপ্টেম্বর মাসের শেষে দেশটির ওই কারাগারে পৃথক একটি দাঙ্গায় কমপক্ষে ১১৬ জন বন্দি নিহত হয়েছিলেন। এ নিয়ে চলতি বছর দেশটির বিভিন্ন কারাগারে প্রায় ৩০০ বন্দির সংঘর্ষে মৃত্যু হয়েছে। তবে সেপ্টেম্বরের ওই সহিংসতা সবচেয়ে ভয়াবহ ছিল।
বন্দিদের প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসী গ্রুপগুলোর মধ্যে দ্বন্দ্বের জের ধরে প্রাণঘাতী ওই দাঙ্গা হয়েছিল বলে জানা গেছে।
কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে সেখানে সন্ত্রাসী গ্রুপগুলোর ভেতরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ০৮৪৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
এনএসআর