ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিসরে ৩০০০ বছর আগের রাজপথ ফের চালু

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
মিসরে ৩০০০ বছর আগের রাজপথ ফের চালু

মিসরের লাক্সরে তিন হাজার বছরের পুরোনো এক রাজপথ আবার চালু করা হয়েছে। সম্প্রতি এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘অ্যাভিনিউ অফ স্ফিংস’ নামের রাজপথটি খুলে দেওয়া হয়।

 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ফারাও যুগের রথ এবং শত শত শিল্পী যে পথটি আবার ব্যবহার করতে শুরু করেন, সেটি খুঁড়ে বের করতে সময় লেগেছে কয়েক দশক। মিসরের প্রাচীন যুগের দুটি গুরুত্বপূর্ণ মন্দিরের সংযোগ পথ ছিল এই রাজপথ।

ফারাওদের সময় প্রতি বছর ওই রাজপথে যে ধরনের শোভাযাত্রা বের হতো, উদ্বোধনীর দিনে ঠিক তেমন আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে বাজানো সংগীত ব্যবহার করা হয় তার বাণী নেওয়া হয়েছিল মন্দিরের দেয়ালের হায়ারোগ্লিফিকসে লেখা নানা গল্প থেকে।

করোনা মহামারিসহ নানা রাজনৈতিক জটিলতায় থাকা মিসর সরকার আশা করছে, এই নতুন দর্শনীয় স্থান মুখ থুবড়ে পড়া পর্যটন শিল্পকে চাঙ্গা করতে সহায়তা করবে।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।