ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দ. আফ্রিকার প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
দ. আফ্রিকার প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

করোনায় আক্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসা। দুই ডোজ টিকা নেওয়ার পরও সিরিল রামফোসার করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট দপ্তর।

তাই আগামী সপ্তাহ পর্যন্ত সিরিল রামফোসার সব দায়িত্ব পালন করবেন উপ-প্রেসিডেন্ট ডেভিড মাবুজা।  

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে দেশটির সাবেক প্রেসিডেন্ট এফ ডব্লিউ ডি ক্লার্কের স্মৃতিসৌধ ছেড়ে যাওয়ার পর তিনি অসুস্থতাবোধ করেন। কিছু উপসর্গ দেখা দিলে তার পরীক্ষা করালে তিনি পজিটিভ হন।  
 
কেপটাউনে আসোলেশনে থাকা ৬৯ বয়সী প্রেসিডেন্টের স্বাস্থ্যের পর্যবেক্ষণ করছে দেশটির সামরিক স্বাস্থ্য পরিষেবা।  

সিরিল রামফোসা করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত কি না, বিষয়টি এখনও নিশ্চিত নয়।  

এর আগে নভেম্বরে করোনার নতুন ধরন ওমিক্রন প্রথম শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকায়। এরপর সেখানে করোনা শনাক্ত হওয়া বেশির ভাগই ওমিক্রনে আক্রান্ত।  

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।