ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মধ্যরাতেও আদালত খোলা রাখতে বললেন পাকিস্তানের প্রধান বিচারপতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
মধ্যরাতেও আদালত খোলা রাখতে বললেন পাকিস্তানের প্রধান বিচারপতি

পাক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি অনাস্থা প্রস্তাবের ওপর ভোট না হলে তা হবে আদালত অবমাননা। তাই মধ্যরাতেও আদালত খোলা রাখার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধান বিচারপতি।

গত রোববার ইমরানের ওপর আনা অনাস্থা প্রস্তাবকে অসাংবিধানিক আখ্যা দিয়ে তা বাতিল করেছিলেন পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাসিম সুরি। এরপর পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খানের আহ্বানে সাড়া দিয়ে তার আইন সভা ভেঙে দিয়েছিলেন। কিন্তু দেশটির সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করে আইনসভাকে পুনরুজ্জীবিত করার রায় এবং একই সঙ্গে শনিবার (০৯ এপ্রিল) অনাস্থা প্রস্তাবের ওপর ভোট গ্রহণের দিন নির্ধারণ করে দেন।
 
সেই নির্দেশনা অনুযায়ী অধিবেশন বসলেও তা নাটকীয়তার মধ্য দিয়ে মুলতবী করা হয়। এদিকে রোববার (১০ এপ্রিল) অধিকতর আইনানুগ পথ খুঁজতে বিশেষ মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন ইমরান খান।
 
বাংলাদেশ সময়: ০০০৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
ইইউডি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।