ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রধানমন্ত্রী হয়েই যা ঘটালেন শাহবাজ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
প্রধানমন্ত্রী হয়েই যা ঘটালেন শাহবাজ!

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরই সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন ২৫ হাজার রুপি করার ঘোষণা দিয়েছেন শাহবাজ শরিফ। এরপর তিনি কর্মচারীদের সাপ্তাহিক ছুটি আর অফিস সময়ের ওপর হাত দিয়েছেন।

 

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী সাপ্তাহিক ছুটি দুই দিনের বদলে একদিন করেছেন। অর্থাৎ সরকারি অফিসগুলো এখন সপ্তাহে ছয় দিন খোলা থাকবে। এছাড়া অফিসের সময় পরিবর্তন করে সকাল ৮টা করেছেন।

প্রধানমন্ত্রী শাহবাজ রমজানের সময় বাজারগুলোতে মানসম্পন্ন সস্তা পণ্য সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন। তিনি রমজানের বাজারগুলোতে কঠোর নজরদারি নিশ্চিত করার নির্দেশও জারি করেছেন।

একদিন আগে, প্রধানমন্ত্রী শাহবাজ পাকিস্তানের জনগণের জন্য যেসব প্রণোদনা ঘোষণা করেন তার মধ্যে রয়েছে:

১. ১ এপ্রিল থেকে ন্যূনতম মজুরি ২৫ হাজার রুপি।  
২. অবসরপ্রাপ্ত বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের পেনশনে ১০ শতাংশ বৃদ্ধি (১ এপ্রিল থেকে)।
৩. ইউটিলিটি স্টোরগুলোতে সস্তা গম সরবরাহ করা।
৪. তরুণদের জন্য ল্যাপটপ ও কারিগরি শিক্ষা।
৫. বেনজির কার্ডের পুনঃপ্রবর্তন।
৬. এক লাখ রুপি পর্যন্ত আয় করা কর্মীদের বেতন ১০ শতাংশ বাড়াতে শিল্পপতিদের কাছে অনুরোধ জানিয়েছেন।

প্রথম দিনই তিনি নিজের অফিসের কর্মীদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়ান। কারণ সকালে কাউকে না জানিয়েই তিনি অফিসে চলে আসেন।  

শাহবাজ সময়ানুবর্তিতার জন্য পরিচিত। দায়িত্ব গ্রহণের পর তিনি প্রথম দিন সকাল ৭টায় পিএম অফিসে পৌঁছান। তখন পর্যন্ত প্রধানমন্ত্রী কার্যালয়ের অনেক কর্মকর্তা কর্মচারী অফিসে পৌঁছাননি। তারা খবর পেয়ে দ্রুত অফিসে চলে আসেন।  

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার একদিন পর পরিবারসহ প্রধানমন্ত্রীর বাসভবনে উঠেছেন শাহবাজ শরিফ।

তিনি মঙ্গলবার রাতে মন্ত্রিসভা চূড়ান্ত করবেন বলে জানা গেছে।  

সূত্রের বরাত দিয়ে জিও নিউজ বলছে, শাহবাজ আজ ফেডারেল মন্ত্রিসভার সদস্যদের চূড়ান্ত করবেন এবং আজ রাতেই নাম ঘোষণা করবেন।

জানা গেছে, পিএমএল-এন নেতা রানা সানাউল্লাহকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে এবং মারিয়ুম আওরঙ্গজেবকে তথ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে।  

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।