ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘বাংলাদেশের জন্যই ভারতের পূর্ব সীমান্ত শান্তিপূর্ণ’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
‘বাংলাদেশের জন্যই ভারতের পূর্ব সীমান্ত শান্তিপূর্ণ’ ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বাংলাদেশের মতো বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী থাকার কারণে ভারতের পূর্ব সীমান্তে শান্তি রয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) একাত্তরের যুদ্ধে অংশ নেওয়া আসাম ভিত্তিক প্রবীণ সৈনিকদের এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

খবর: এনডিটিভি

সন্ত্রাসবাদের প্রসঙ্গ তুলে প্রতিরক্ষামন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ দৃঢ়ভাবে মোকাবিলা করা হবে।  ভারত এ বার্তা দিতে সফল হয়েছে। ভারতকে কোনো দেশ বাইরে থেকে নিশানা করলে আমরাও সে দেশের সীমান্ত অতিক্রম করতে দ্বিধা করবো না।

তিনি বলেন, ভারতের পশ্চিম প্রান্তে যে উত্তেজনা দেখা যায়, পূর্বে তার কোনো অস্তিত্ব নেই। কারণ, এদিকে বাংলাদেশের মতো একটি বন্ধুত্বপূর্ণ দেশ রয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ভারতের পূর্ব সীমান্তে অনুপ্রবেশ সমস্যা প্রায় মিটে গেছে। এখন সেখানে শান্তি আছে।

সম্প্রতি ভারতের উত্তর-পূর্বের বিভিন্ন অংশ থেকে সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী বলেন, যখনই কোনো স্থানের পরিস্থিতির উন্নতি হয়, সরকার সেখান থেকে বিশেষ ক্ষমতা আইন তুলে নেয়।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।