ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মধ্যরাতে লাল মোমবাতি হাতে পুতিন!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২২
মধ্যরাতে লাল মোমবাতি হাতে পুতিন! সংগৃহীত ছবি

মধ্যরাতে খ্রিস্টানদের পবিত্র ধর্মীয় উৎসব ইস্টারের গণজমায়েতে যোগ দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  

সাদা শার্টের সঙ্গে গাঢ় নীল রঙের স্যুট আর বেগুনি টাই ছিল পুতিনের পরনে।

মস্কোর সেভিয়র ক্যাথেড্রালে লাল মোমবাতি হাতে ইস্টার উপলক্ষে দাঁড়িয়েছিলেন এই রুশ নেতা।  

এ সময় দ্রুতই যেন ইউক্রেন সংঘাত থামে সেই প্রার্থনা করেন গির্জার প্রধান যাজক। গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সেনা অভিযান শুরু করেন ভ্লাদিমির পুতিন। বিশ্বের নানা দেশ থেকে এর নিন্দা আসলেও সেভিয়র ক্যাথেড্রাল সব সময় পুতিনের পাশেই আছে। তারা এই সেনা অভিযানের কোনও নিন্দা করেনি।

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।