ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ৩০ জুলাই ২০২৪, ২৩ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

বুলগেরিয়া-পোল্যান্ডকে গ্যাস দেবে না রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
বুলগেরিয়া-পোল্যান্ডকে গ্যাস দেবে না রাশিয়া

পোল্যান্ড এবং বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিচ্ছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধের জেরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ তথ্য জানিয়েছে রাশিয়ান জ্বালানি সংস্থা গ্যাজপ্রম।

বুধবার (২৭ এপ্রিল) থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। খবর: রয়টার্স

জানা গেছে, গত মাসে গ্যাজপ্রম রুশ মুদ্রা রুবলে গ্যাসের মূল্য পরিশোধের নতুন নিয়ম জারি করে। কিন্তু রুবলে গ্যাসের মূল্য পরিশোধে অস্বীকৃতি জানায় দেশ দুটি। তারই পরিপ্রেক্ষিতে গ্যাস সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে গ্যাজপ্রম।

এ বিষয়ে পোল্যান্ডের গ্যাস কোম্পানি পিজিএনআইজি জানায়, তাদের বলে দেওয়া হয়েছে বুধবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে আর গ্যাস দেওয়া হবে না।

এদিকে বুলগেরিয়ার জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকেও জানানো হয়েছে, বুধবার থেকে তাদের দেশে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।

প্রসঙ্গত, পিজিএনআইজি অধিকাংশ গ্যাস আমদানি করে থাকে গ্যাজপ্রম থেকে। চলতি বছরের প্রথম তিন মাসেও প্রতিষ্ঠানটির মোট গ্যাসের ৫৩ শতাংশ সরবরাহ করেছে রুশ কোম্পানিগুলো।

আর বুলগেরিয়ার গ্যাসের ৯০ শতাংশই আসে গ্যাজপ্রম থেকে। তারা বলছে, গ্যাসের বিকল্প উৎসের জন্য তারা চেষ্টা করছে। তবে এ মুহূর্তে গ্যাস ব্যবহারের জন্য কোনো বিধিনিষেধ দেওয়া হচ্ছে না দেশে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।