ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কফিনে ‘বেঁচে উঠলেন’, ভয়ে হার্ট অ্যাটাকে মরে গেলেন!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, মে ১২, ২০২২
কফিনে ‘বেঁচে উঠলেন’, ভয়ে হার্ট অ্যাটাকে মরে গেলেন!

মৃত এক নারীকে কফিনে করে নিয়ে যাওয়া হলো শেষকৃত্যানুষ্ঠানে। কিন্তু হঠাৎ তিনি জেগে উঠলেন।

চোখ মেলে দেখলেন তিনি কফিনে শুয়ে আছেন এবং তার চারপাশে অনেক মানুষ। তাকে সমাধিস্থ করার আয়োজন চলছে। এই দৃশ্য দেখে হার্ট অ্যাটাক করেন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসা শুরুর আগেই তিনি মারা যান।  

ঘটনার সময় কফিনের পাশেই ছিলেন ওই নারীর স্বামী। চমকে গেলেও তিনিই স্ত্রীকে নিয়ে হাসপাতালে ছোটেন। চিকিৎসকেরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই নারীর।  

ওই নারীর নাম ফাজিলিউ মুখামেৎজানভ। বয়স ৪৯। রাশিয়ার কাজানের বাসিন্দা তিনি। তার স্বামী এই ঘটনায় চিকিৎসকদের দোষারোপ করেছেন।  

তিনি দাবি করেছেন, এই ঘটনা প্রমাণ করে, তার অচেতন স্ত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। সঠিক চিকিৎসা পেলে তার স্ত্রী হয়তো বেঁচে যেতেন।  

সূত্র: মিরর.কো.ইউকে

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, মে ১২, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।