ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

টুইটারে ফিরে ফের নিষিদ্ধ ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, মে ১৯, ২০২২
টুইটারে ফিরে ফের নিষিদ্ধ ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সমর্থকদের কাছে বার্তা পৌঁছাতে বিকল্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল চালু করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ট্রুথ সোশ্যালে দেওয়া সব পোস্টই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে @presstrumpTS নামের একটি আইডি থেকে পোস্ট করা শুরু করেন ট্রাম্প।

তবে এই অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দিয়েছে টুইটার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।  

মার্কিন সংবাদমাধ্যম হাফপোস্টের প্রতিবেদনে বলা হয়, ট্রুথ সোশ্যাল পোস্ট থেকে ২১০ টি পোস্ট টুইট করেছিলেন ট্রাম্প। গত এপ্রিলে ওই অ্যাকাউন্টটি খোলা হয়।  

 গত বছর জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার পর টুইটারে আজীবনের জন্য নিষিদ্ধ হন ট্রাম্প। টুইটারে ট্রাম্পের প্রায় ৯ কোটি ফলোয়ার ছিল।  

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, মে ১৯, ২০২২ 
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।