ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ৩০ জুলাই ২০২৪, ২৩ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

আসাম-মেঘালয়ে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪২ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, জুন ১৯, ২০২২
আসাম-মেঘালয়ে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪২  আসাম-মেঘালয়ে বন্যা

 ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে  বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বন্যা ও ভূমিধসে আসামে ২৪ জন ও মেঘালয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে।  

একজন কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার থেকে অবিরাম বৃষ্টিপাতের কারণে ত্রিপুরায় ১০ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে।  

কর্মকর্তারা জানান, মেঘালয়ের মাওসিনরাম এবং চেরাপুঞ্জিতে ১৯৪০ সালের পর এবারই সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। আগরতলাতেও ৬০ বছরের মধ্যে এবারই সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে।  

আসামে৪ হাজারের বেশি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। এরইমধ্যে সেখানকার এক লাখ ৫৬ হাজার মানুষকে আশ্রয়শিবিরে নেওয়া হয়েছে।  

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বন্যা পরিস্থিতি নিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ফোনালাপ করেছেন ও সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, জুন ১৯, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।