ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

স্পেনে তাপপ্রবাহে আরও ৮৪ জনের মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২
স্পেনে তাপপ্রবাহে আরও ৮৪ জনের মৃত্যু!

স্পেনে প্রচণ্ড তাপপ্রবাহে তিন দিনে ৮৪ জনের মৃত্যু হয়েছে। কার্লোস ৩ স্বাস্থ্য ইনস্টিটিউট শুক্রবার স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ তথ্য জানিয়েছে।

খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস)।

রিপোর্টে উল্লিখিত ব্যক্তিরা ১০ থেকে ১২ জুলাইয়ে মারা গেছেন। এই দিনগুলোতে দেশটির বড় অংশজুড়ে তাপমাত্রা চিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। দেশটির দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে তাপমাত্রা বেড়ে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।

দাবদাহ আরও এক সপ্তাহ অব্যাহত থাকবে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চলতি বছরে এটি স্পেনে দ্বিতীয় দাবদাহ। প্রথমবার ১১ থেকে ২০ জুন দাবদাহে দেশব্যাপী ৮২৯ জনের মৃত্যু হয়। তখন তাপমাত্রা ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল।

কর্তৃপক্ষ লোকদের বেশি বেশি পানি পান করতে, অতিরিক্ত ব্যায়াম থেকে বিরত থাকতে এবং যতটা সম্ভব বাড়ির ভেতরে থাকার পরামর্শ দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২
এমজেএফ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।