ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

১০০ নম্বরের পরীক্ষায় পেলেন ১৫১!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, আগস্ট ১, ২০২২
১০০ নম্বরের পরীক্ষায় পেলেন ১৫১!

রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ১০০ নম্বরের পরীক্ষায় ১৫১ পেলেন স্নাতকের একজন শিক্ষার্থী। এ দেখে অবাক শিক্ষার্থী নিজেও।

এমন ঘটনা ঘটেছে। ভারতের বিহার রাজ্যের দারভাঙ্গা জেলার ললিত নারায়ন বিশ্ববিদ্যালয়ে।  

স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সরকারি ওই বিশ্ববিদ্যালয়টির স্নাতকের এক শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় পেয়েছেন ১৫১।

ওই শিক্ষার্থী বলেন,  আমি ফলাফল দেখে সত্যিই অবাক হয়েছিলাম। যদিও এটি একটি অস্থায়ী মার্কশিট ছিল, কর্তৃপক্ষের উচিত ছিল ফলাফল প্রকাশের আগে এটি পরীক্ষা করা

ওই বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স পরীক্ষায় শূন্য পেয়েও পরবর্তী সেমিস্টারে উন্নীত হয়েছে।  

এ নিয়ে বিশ্ববিদ্যালয়টির রেজিস্টার মুশতাক আহমেদ বলেন, দুটো মার্কশিটে ভুল ছিল। দুই শিক্ষার্থীকে সংশোধিত মার্কশিট দেওয়া হয়েছে।  

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, আগস্ট ০১, ২০২২
ইআর

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।